Pre-loader logo

সচেতনতামূলক ক্যাম্পেইন বসুন্ধরা এলপি গ্যাসের

সচেতনতামূলক ক্যাম্পেইন বসুন্ধরা এলপি গ্যাসের

‘এলপি গ্যাস ব্যবহারে প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন। নগরীর নওদাপাড়ার হোটেলে স্টারে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাসের বিক্রয় বিভাগের প্রধান মীর টিআই ফারুক রিজভী। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা পপি। রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী অংশ নেন। ফারুক রিজভী বলেন, ‘করপোরেট দায়বদ্ধতা থেকেই এলপি গ্যাস ব্যবহারে সুবিধা ও নিরাপত্তা বিষয়ে গৃহিণীদের সচেতন করতে দেশব্যাপী এমন কর্মশালার আয়োজন করছে বসুন্ধরা গ্রুপ’। পপি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সঙ্গে কাজ করে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এলপি গ্যাস ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে বিপণন প্রতিষ্ঠানগুলোকে যথাযথ মান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে।
চাঁপাইয়ে নিরাপদ নিবাস : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার গৃহিণীদের নিয়ে মঙ্গলবার কর্মশালা আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা এলপি গ্যাসের ‘নিরাপদ নিবাস’র সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে এই কর্মশালায় ১০০ গৃহিণী অংশ নেন। শহরের স্কাইভিউ ইন হোটেলে সকালে আয়োজিত কর্মশালায় এলপি গ্যাস ব্যবহার বিষয়ক প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, সাবধানতার কৌশল বিষয়ে বিশদ আলোচনা ও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় কুইজ ও র‌্যাফেল ড্র।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.