৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বসুন্ধরা গ্রুপের

করোনাভাইরাস ও বন্যা সংকট মোকাবিলায় দেশব্যাপী গত ২৯ মার্চ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭, ১৮ ও ৪৩ নম্বরসহ মোট সাতটি ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতি ওয়ার্ডে ৫০০ পরিবার পাবে ত্রাণসামগ্রী। এ ছাড়া ত্রাণ বিতরণ করা হয়েছে মানিকগঞ্জের ১ হাজার ৩০০ পরিবারের মাঝে। প্রত্যেক পরিবারকে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা এবং ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।
গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ছাপাখানা থেকে ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিনসহ বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।