৬ হাজার পরিবারে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

করোনা সঙ্কটকালেই শুরু হয়েছে বন্যা। এমন পরিস্থিতিতে দুয়ারে এসেছে ঈদুল আজহা। ঈদের আগে তাই নিজস্ব তহবিল থেকে ৬ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপ। করোনাভাইরাস ও বন্যাসঙ্কট মোকাবিলায় দেশব্যাপী বসুন্ধরা গ্রæপের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ২৯ মার্চ। চলমান সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত সারা দেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭, ১৮ ও ৪৩ নম্বরসহ মোট সাতটি ওয়ার্ডের কাউন্সিলদের মাধ্যমে বসুন্ধরা গ্রæপের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতি ওয়ার্ডে ৫শ’ পরিবার পাবে ত্রাণসামগ্রী। এ ছাড়া ত্রাণ বিতরণ করা হয়েছে মানিকগঞ্জের ১ হাজার ৩শ’ পরিবারের মধ্যে। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা এবং ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে। শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্টওয়েস্ট মিডিয়া গ্রæপের ছাপাখানা থেকে ত্রাণসামগ্রী সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও তাদের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিনসহ বসুন্ধরা গ্রæপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা জসীম উদ্দিন জানান, বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যানের তরফ থেকে স্থানীয় এলাকা এবং মানিকগঞ্জে (যেখানকার একটি বড় অংশ বন্যাকবলিত) ৬ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে দুস্থ মানুষের জন্য বসুন্ধরা গ্রæপের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে উপহার হিসেবে ত্রাণসামগ্রী দেওয়া হলো। তিনি জানান, বসুন্ধরা গ্রæপ অসহায় দুস্থ মানুষের মধ্যে নিয়মিত খাবার বিতরণের পাশাপাশি পরিকল্পনা করছে আরও বড় পরিসরে কিছু করার। দেশ ও মানুষের কল্যাণে যা যা করণীয় তাই করবে বসুন্ধরা গ্রæপ।