Pre-loader logo

ফরিদপুরে বাজুসের প্রতিনিধি সভা

ফরিদপুরে বাজুসের প্রতিনিধি সভা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের হলরুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আহ্বায়ক নন্দ কুমার বড়ালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজুসের জেলা মনিটরিংয়ে স্থায়ী কমিটির সভাপতি ও বাজুসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. দিলীপ কুমার রায়। প্রতিনিধি সভার উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

বাজুসের ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান শামীম, স্বর্ণ ব্যবসায়ী অরুণ কুমার দত্ত, বাজুসের ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র কর্মকার, স্বর্ণ ব্যবসায়ী বাসুদেব কর্মকার, বাজুসের ফরিদপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক অমল চন্দ্র কর্মকার।

 

Source : News71

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.