রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদ এবং মোরসালিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় নিহত নাহিদ এবং মোরসালিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। গণমাধ্যমে এই দুই পরিবারের অসহায়ত্বের বিষয়ে জানতে পারেন বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তাঁর নির্দেশনায় ঈদের আগেই এই দুই পরিবারের পাশে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে দেশ ও মানুষের কল্যাণে অঙ্গীকারবদ্ধ বসুন্ধরা গ্রুপ। বুধবার দুই পরিবারের হাতে ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।