দেশে প্রথমবারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করলো বসুন্ধরা গ্রুপ। সারা দেশে আলোড়ন তোলা অনুসন্ধানী সাংবাদিকতার এই অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে ১১ জনকে। এছাড়া মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। তাদের সম্মানিত করতে পারা ছিলো বসুন্ধরা গ্রুপের জন্য সবচেয়ে গর্বের।
আগামীতে সাংবাদিকদের মানোন্নয়নের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। ২০১০ সালে আমাদের মিডিয়ার যাত্রার শুরু থেকেই এই প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে, আজকে সাংবাদিকতার যে অগ্রযাত্রা তা জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে। তার সেই অগ্রযাত্রাকে বেগবান রাখতে বসুন্ধরা গ্রুপ গণমাধ্যমের উন্নয়নে সকল ধরণের ভূমিকা রাখবে।
ইনশাআল্লাহ, আগামী বছর থেকে ২৫ জনকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং প্রত্যেককে দেওয়া হবে ১০ লাখ টাকা।