All news

কেশবপুরে পানিবন্দি মানুষকে শুভসংঘের খাদ্য সহায়তা

কেশবপুরে পানিবন্দি মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ত্রাণ সহায়তা

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানিবন্দি দরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কুলাউড়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গল্প লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

বসুন্ধরা কেশবপুর (যশোর) : কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানিবন্দি দরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে জলাবদ্ধ হয়ে পড়া শতাধিক মানুষকে চাল দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও পৌর কারিগরি কলেজের অধ্যক্ষ অসীম ঘোষ, কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক শাহিনুর রহমান, শুভসংঘের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, নির্বাহী সদস্য এহসানুল হোসেন তাইফুর, কামরুজ্জামান রাজু, কালের কণ্ঠ প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ।
কুলাউড়া (মৌলভীবাজার) : বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সহসভাপতি আবুল কাশেম ওসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।
বক্তব্য দেন নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, সহকারী শিক্ষক সোহেল আহমদ, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
পাবিপ্রবি : জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা’ শিরোনামে ছোটগল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় তিনজন শিক্ষার্থীর লেখা সেরা হিসেবে নির্বাচিত হয়।
তাঁরা হলেন স্থাপত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান মিম, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বি এম মিকাইল হোসেন এবং পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফিজ্জুল মাহিন।
বিজয়ী লেখকদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক তন্ময় কুমার। আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ