All news

জুলাই অভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিক, পরিবারকে কোটি টাকা সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

জুলাই অভ্যুত্থানে শহীদ ৫ সাংবাদিক, পরিবারকে কোটি টাকা সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ
বৃহস্পতিবার কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে শহীদ প্রত্যেক পরিবারকেও ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

গত বছরের জুলাই ও আগস্টে স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ঘটায় ছাত্র-জনতা। জনতার ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নামেন এবং সরকার পতন পর্যন্ত বড় ভূমিকা পালন করেন গণমাধ্যমকর্মীরা। ওই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে প্রিয়জন হারানো এসব সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকে ১ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এছাড়া কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শহীদ প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, আজকে আনন্দঘন মুহূর্তে পাঁচজন সাংবাদিককে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। নিহত সাংবাদিকের পরিবারের পাশে বসুন্ধরা থাকবে।’ নিহত সাংবাদিকদের পরিবারের সঙ্গে সমবেদনা জানান তিনি।

সাংবাদিক শফিক রেহমান বলেন, ‘নিহত সাংবাদিকদের জানাই গভীর শ্রদ্ধা। তাদের অবদানে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের অবদান ভুলে যাওয়ার নয়।’ তিনি বসুন্ধরা গ্রুপের কাছে নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ’র সম্পাদক হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ম্যানেজিং এডিটর রুহুল আমিন রাসেল, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেলসহ অন্যরা।

SOURCE : Daily Sun