All news

আড়ম্বরপূর্ণ বাজুস ফেয়ারের শুভ উদ্বোধন

আড়ম্বরপূর্ণ বাজুস ফেয়ারের শুভ উদ্বোধন

শুরু হলো দেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে 'বাজুস ফেয়ার-২০২৪'। দেশের জুয়েলারি শিল্পের বিকাশে আড়ম্বরপূর্ণ এ তিন দিনব্যাপী আয়োজন চলবে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাজুস ফেয়ারের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর এমেরিটাস প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী এবং ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিশ্ববরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

এতে সভাপতিত্ব করছেন, বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মির্জা আজম, বাজুসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজ বেগমসহ বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন।

গোটা দিনের আয়োজনে বিকেল ৩টায় শুরু হবে 'সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা' শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন, অপু বিশ্বাস, অভিনেত্রী সোহানা সাবা প্রমুখ।

বিকেল সোয়া ৫টার সেমিনারে উঠে আসবে অলংকার ডিজাইনারদের গল্প। 'অলংকার ডিজাইনে শিল্পীর ভূমিকা, প্রযুক্তির ব্যবহার ও কারিগরি দক্ষতা' বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিইউএফটির উপাচার্য প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মুসরাত মেহ্‌জাবীন, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান প্রমুখ। 

সন্ধ্যা ৭টায় রয়েছে 'বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-এর আয়োজন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আলমাহিরী, বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-এর জুরি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল এবং জুরি বোর্ডের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। 
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন উপস্থাপিকা ও অভিনেত্রী জাহারা মিতু।

SOURCE : কালের কণ্ঠ