All news

ময়মনসিংহে শীতার্তদের মাঝে সোয়েটার বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

ময়মনসিংহে শীতার্তদের মাঝে সোয়েটার বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

ময়মনসিংহে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আয়োজনে কলেজ প্রাঙ্গণে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চে ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকে সোয়েটার প্রদান করা হয়।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সোয়েটার পেয়ে বিধবা রহিমা বেগম (৫৫) জানান, সংসারে রোজগারের মানুষ নেই। দুইবেলার খাবার জোগাতে হিমশিম খেতে হয়।

শীতের কাপড় না থাকায় তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়ছিলেন।
তিনি বলেন, সরকারি অনেক কম্বল মানুষ পাচ্ছে। কিন্তু আমি কিছুই পাই নাই। ঠাণ্ডায় খুব কষ্টে আছি।

আপনারা এই জাম্পার (সোয়েটার) দিয়ে খুব উপকার করলেন।
সোয়েটার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উপদেষ্টা নিয়ামুল সজল, মো. ওয়াহিদুর রহমান সবুজ, কাউসার আহমেদ, সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্যসহ সাদমান, জিহান, মম, ফারিয়া, জুবায়ের, আশা, মীর আশিক, জাহিদ হাসান প্রমুখ।

SOURCE : কালের কণ্ঠ