দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহারের লক্ষ্যে আনসার বাহিনীকে দেওয়া জমির দলিল হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ। গতকাল সকালে রাজধানীর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে বাহিনীর উপ-মহাপরিচালক কর্নেল মহিউদ্দিন মো. জাবেদের হাতে ৫০ কাঠার ওই জমির দলিল হস্তান্তর করেন বৃহৎ শিল্প গ্রুপটির উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.)। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন ও সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.) উপস্থিত ছিলেন। দলিল হস্তান্তর শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন সাংবাদিকদের বলেন, এই দলিল হস্তান্তরের মধ্য দিয়ে আনসার বাহিনীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। এ বাহিনীকে উপহার হিসেবে জমিটি প্রদানের জন্য আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে আমাদের নেওয়া অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে— এমন নিশ্চয়তা প্রদানের জন্যও গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে এ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও বসুন্ধরার সঙ্গে এই নিবিড় সম্পর্ক বজায় থাকবে এবং সব অগ্রযাত্রায় আনসার বাহিনী তাদের পাশে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল খন্দকার আবদুল ওয়াহেদ (অব.) বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনসার বাহিনীর ব্যবহারের জন্য ৫০ কাঠা জায়গা প্রদান করেছেন। বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে থাকা এ জায়গা তারা যেন দেশের সেবায় কাজে লাগাতে পারেন। আমরা তাদের বিভিন্ন কাজে সহায়ক ভূমিকা পালন করতে পেরে গর্বিত। ভবিষ্যতে এ বাহিনী আরও উন্নত হবে এবং দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Received Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho
শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা দিল বসুন্ধরা
Bashundhara Group Announces Tk 1cr Aid for Slain Journalists’ Families
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হোটেল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distributed Winter Clothes Among Hotel Workers
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু
Bashundhara Public School and College begins academic journey