All news

দুই হাজার পুলিশকে ইফতার করাচ্ছে বসুন্ধরা গ্রুপ

২০০০ পুলিশকে ইফতার করাচ্ছে বসুন্ধরা গ্রুপ

দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাস সংক্রমণের এই দুর্যোগে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এ ভাইরাস প্রতিরোধে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার সদস্যদের জন্য সুরক্ষাসামগ্রী এবং সারা দেশে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি রোজার প্রথম দিন থেকে প্রতিদিন প্রায় দুই হাজার পুলিশ সদস্যকে ইফতার করাচ্ছে বসুন্ধরা গ্রুপ। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণের ট্রাফিক বিভাগ, গুলশান, ভাটারা, খিলক্ষেত, বনানীসহ মহানগর পুলিশের বিভিন্ন স্টেশনে সময়মতো ইফতার বক্স পৌঁছে দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। নগদ অর্থ, খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছে রাষ্ট্রীয় কোষাগারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থায়। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাবসহ করোনাযুদ্ধের সম্মুখ সেনাদের বিভিন্ন সুরক্ষাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বসুন্ধরা কনভেনশন সিটিতে করোনা আক্রান্তদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় হাসপাতাল এখন উদ্বোধনের অপেক্ষায়।

SOURCE : কালের কণ্ঠ

Also Published In

More News