দেশ ও মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলা দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
এই দায়বদ্ধতা থেকে এবার তাদের সাফল্যের এই কারিগরদের জন্য বসুন্ধরা গ্রুপ চালু করলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ১৫টি অত্যাধুনিক বাস।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টাসের সামনে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।
পরে বাসের চালকদের হাতে চাবি হস্তান্তর করেন ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।
এ সময় সাফিয়াত সোবহান বলেন, বসুন্ধরা গ্রপের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে এই বাস সার্ভিস চালু করা হলো। এর ফলে তারা আরো সহজে ও নিরাপদে কর্মস্থলে উপস্থিত হতে এবং কাজ শেষে বাসায় ফিরতে পারবেন। এতে তাদের কর্মদক্ষতা এবং কাজের গতি আরো বাড়বে বলে আমাদের বিশ্বাস।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।
শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বাসে ৩০টি করে আসন রয়েছে। বাসগুলো বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন রুটে আনা-নেওয়া করবে।
অত্যাধুনিক বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।
SOURCE : Banglanews24রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
Tree Plantation Campaign Held at Rajshahi University
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা রোপণ
Tree Plantation Initiative by Bashundhara Shuvosangho in Saidpur
উপকূলের অসহায় নারীদের পাশে বসুন্ধরা গ্রুপ
Bashundhara Group Stands by Vulnerable Women on the Coast
বসুন্ধরা গ্রুপের উদ্যোগে উপকূলীয় দরিদ্র নারীদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান
Bashundhara Group Provides Training and Sewing Machines to Poor Coastal Women
৫৩ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ বসুন্ধরা ফাউন্ডেশনের
Bashundhara Foundation Distributes Tk 5.3 Million in Interest-Free Loans