All news

বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল ‘দ্য ফুড হল’

বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করল ‘দ্য ফুড হল’

রাজধানীর সর্ববৃহৎ শপিং মল বসুন্ধরা সিটির লেভেল-৮এ দেশের সর্ববৃহৎ ফুড কোর্ট ‘দ্য ফুড হল’-এর যাত্রা শুরু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্য ফুড হলের আকর্ষণীয় খাবারের মধ্যে রয়েছে থাই বিরিয়ানি, কন্টিনেন্টাল, ইতালিয়ান।

আরো রয়েছে ফ্রেস জুস ও বেকারি আইটেম। প্রায় সাত হাজার স্কয়ার ফুট জায়গায় নির্মিত ফুড কোর্টের আসনব্যবস্থা আড়াই শর বেশি। রসনাবিলাসী খাবারের সমাহার নিয়ে ‘দ্য ফুড হল’কে বিশেষায়িত করেছে জাস্ট থাই, সিপ্রিয়ানি, ফুড স্ট্রিট, বিরিয়ানি বয়েজ, জুস এন জুস, বেকারি আইল্যান্ড নামের ছয়টি ফুড কাউন্টার।

SOURCE : কালের কণ্ঠ

More News