All news

বসুন্ধরা সিমেন্ট আধুনিকায়নে চুক্তি সই

বসুন্ধরা সিমেন্ট আধুনিকায়নে চুক্তি সই

বসুন্ধরা সিমেন্ট এবং কেএইচডি হামবোল্ট উইডেগ ইন্ডিয়া ও জার্মানির মধ্যে অত্যাধুনিক সিমেন্ট তৈরির মেশিন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-১ এ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উপস্থিতিতে গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন এবং কেএইচডি হামবোল্ট উইডেগের ব্যবস্থাপনা পরিচালক অশোক ডেমলা এ চুক্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সায়েম সোবহান বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট উৎপাদনে নতুন মাত্রা যোগ করল। প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকের চাহিদা পূরণের লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ এ চুক্তি সম্পাদন করেছে। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। বেলায়েত হোসেন বলেন,আমাদের প্রধান লক্ষ্য বাজারে স্বল্প মূল্যে ভোক্তা পর্যায়ে বিশ্বমানের সিমেন্ট সরবরাহ করা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টরের ডিএমডি ইঞ্জিনিয়ার একেএম মাহবুব উজ্জামান, এডভাইজার ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল মাহবুব হায়দার খান, গ্রুপ সিএফডিও তোফায়েল হোসেন, সেক্রেটারি টু এমডি মাকসুদুর রহমান, হেড অব সেলস খন্দকার কিংসুক হোসেন, জিএম মুশফিকুল আলম, রাজিব সামাদ, নির্বাহী জায়েদ আল হক প্রমুখ।

Also Published In