দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ যুক্তরাজ্যভিত্তিক অর্থ ও ব্যবসাবিষয়ক সাময়িকী ‘দ্য গ্লোবাল ইকোনমিকস’-এর বিবেচনায় চলতি বছর ‘বেস্ট সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) কনগ্লোমারেট গ্রুপ’ নির্বাচিত হয়েছে।
অতিসম্প্রতি দ্য গ্লোবাল ইকোনমিকস এই তালিকা প্রকাশ করেছে। সেখানেই সেরা সিএসআর কনগ্লোমারেট ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
গ্রামীণ বাংলার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করায় এবং কভিড দুর্যোগের সময় দেশের মানুষের কল্যাণে অবদান রাখা, বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসহ নানাবিধ সেবা প্রদান ও দেশের সুবিধাবঞ্চিত, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনার সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সেরা সিএসআর কনগ্লোমারেট গ্রুপ হিসেবে এই পুরস্কার লাভ করেছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দৃঢ় মনোবল, মেধা ও মননের সমন্বয়ে বসুন্ধরা গ্রুপ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তাঁর একনিষ্ঠ পরিশ্রম ও নির্দেশনায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত হয়েছে এ শিল্পগোষ্ঠী। ব্যাপকতা ছড়িয়ে নানা খাতে সাফল্যের জোয়ার তুলেছে। এর ফলে মিলছে একের পর এক আন্তর্জাতিক পুরস্কার।
বসুন্ধরা গ্রুপের স্লোগানই হলো ‘দেশ ও মানুষের কল্যাণে’ কাজ করা। এই অন্তর্নিহিত শক্তিতে বসুন্ধরা গ্রুপ সব সময় সর্বাঙ্গিকভাবে দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে অগ্রগামী থাকে। নানাবিধ ব্যবসা সফল উদ্যোগের দ্বারা দেশের জিডিপিতে প্রত্যক্ষভাবে অবদান রাখার পাশাপাশি বসুন্ধরা গ্রুপ গ্রামীণ বাংলার আর্থ-সামাজিক উন্নয়নেও প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে বিনা সুদে ঋণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে। ফ্রি-ফ্রাইডে ক্লিনিক বা ফ্রি-আই ক্যাম্প ও বসুন্ধরা আই হসপিটালের মাধ্যমে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসহ দিয়ে যাচ্ছে নিরন্তর স্বাস্থ্যসেবা। আদ্ব-দ্বীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাধ্যমে নিরন্তর নামমাত্র খরচে বড় ও জটিল চিকিৎসাসেবা দিচ্ছে। বসুন্ধরা স্পেশাল চিল্ড্রেন ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত ও বুদ্ধিপ্রতিবন্ধীদের যোগ্যতম মানুষ হিসেবে গড়ে তুলতে উপযুক্ত পড়াশোনার সুযোগ করে দিয়েছে।
এ ছাড়া প্রায়ই নানাবিধ জনহিতকর উদ্যোগ, যেমন―অসচ্ছল পরিবারের শিশুদের হার্ট অপারেশন কিংবা সিআরপিতে সরাসরি অর্থ সাহায্যে বসুন্ধরা গ্রুপের নাম আসে সবার আগে। মানিকগঞ্জে অলাভজনক হাসপাতাল নির্মাণ প্রক্রিয়াধীন আছে। মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া অদম্য মেধাবীদের বৃত্তির ব্যবস্থা করে দেওয়াসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অর্থ বৃত্তির ব্যবস্থা, প্রান্তিক জনগোষ্ঠীর স্কুলে অবকাঠামো তথা কম্পিউটার প্রদান, বাংলাদেশ আনসার ও ভিডিপির অফিস নির্মাণের জন্য জমি প্রদান ইত্যাদি বসুন্ধরা গ্রুপের একটি ধারাবাহিক প্রচেষ্টা। এ ছাড়া বহুল আলোচিত নিউ মার্কেট সংঘর্ষে নিহত নাহিদ ও মুরসালিনের পরিবারকে নগদ অর্থ সাহায্য প্রদান করে।
কভিড দুর্যোগের সময় বসুন্ধরা গ্রুপ একক তত্ত্বাবধানে দেশব্যাপী মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি বসুন্ধরা গ্রুপ কভিডে সম্মুখযোদ্ধাদের, বিশেষ করে বিভিন্ন সরকারি কর্মকর্তা, যেমন পুলিশ, র্যাব, আর্মি, ডাক্তারদের বিনা মূল্যে নিরলসভাবে ওষুধ ও মাস্ক বিতরণ করেছিল। করোনা মোকাবেলায় আইসিসিবিতে অস্থায়ীভাবে বিশাল হাসপাতালের জন্য সরকারকে বিনা মূল্যে জায়গা প্রদান করেছিল। বন্যাদুর্গত এলাকায় মানুষের মাঝে ব্যাপক আকারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছিল।
এ ছাড়া খেলাধুলায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতেও কাজ করে যাচ্ছে গ্রুপটি। বাংলাদেশে খেলাধুলার মান উন্নয়নে গ্রুপটির অবদান অনস্বীকার্য। বসুন্ধরা কিংস বাংলাদেশের একটি প্রথম সারির চ্যাম্পিয়ন ফুটবল টিম। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে বসুন্ধরা গ্রুপ।
উল্লেখ্য, দেশের বাণিজ্য ও ব্যবসার অগ্রগতিতে অসামান্য অবদানের জন্য বসুন্ধরা গ্রুপকে ‘বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করেছিল ‘দ্য গ্লোবাল ইকোনমিকস’। এর আগেও বসুন্ধরা গ্রুপ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো ও নানা ব্র্যান্ড তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
SOURCE : কালের কণ্ঠমাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের
Bashundhara Group’s Units Recognised as Highest Revenue Contributors to Mongla Port
হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ