দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘দেশের অর্থনীতি শক্তিশালী করতে ব্যবসায়ীরা নিরলস কাজ করে যাচ্ছেন। বসুন্ধরা গ্রুপ দেশকে গড়ে তুলতে, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মানুষের সেবা করাই এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য।’
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এসব কথা বলেন।
এ সময় বসুন্ধরা গ্রুপের দুই ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন। বসুন্ধরা এলপি গ্যাস আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দেড় হাজারের বেশি পরিবেশক ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা গ্রুপের অনেক কর্মকর্তাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
আহমেদ আকবর সোবহান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকেই গুণগত মানের পণ্য উত্পাদন করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।
কর্মকর্তা-কর্মচারী ও পরিবেশকদের নিরলস পরিশ্রমের ফলেই বসুন্ধরা গ্রুপ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, ‘বিশ্বের কোথাও বাংলাদেশের মতো প্রাকৃতিক গ্যাস দিয়ে রান্নাবান্না করা হয় না। প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ করতে বিকল্প হিসেবে বসুন্ধরা এলপি গ্যাসের যাত্রা শুরু। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে দেশের সবার ঘরে ঘরে এলপি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আমরা কাজ করছি।’
আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করায় বসুন্ধরার চেয়ারম্যান গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারী, পরিবেশক ও তাঁদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাস আন্তর্জাতিক সুপার ব্র্যান্ড হিসেবে আজ স্বীকৃত। আপনাদের সহযোগিতায় আমরা যেমন এক নম্বর হয়েছি, আশা করছি ভ্যবিষ্যতেও আপনাদের সহযোগিতায় এক নম্বরেই থাকব, ইনশাআল্লাহ।’
পরিবেশক সম্মেলনে সভাপতিত্ব করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মীর টি আই ফারুক রিজভি। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে বিপণনব্যবস্থা আরো শক্তিশালী করার আহ্বান জানান।
মীর টি আই ফারুক রিজভি বলেন, ‘যাঁরা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা করে আসছেন তাঁরা অবশ্যই জানেন যে শুধু ব্যবসা নয়, সবার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বসুন্ধরা বদ্ধপরিকর। পরিবেশকদের সব ধরনের সমস্যা সমাধানে বসুন্ধরা গ্রুপ আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে।’
স্বর্ণালি দিন : দিনব্যাপী অনুষ্ঠিত পরিবেশক সম্মেলনকে ‘স্বর্ণালি দিন’ হিসেবে অভিহিত করা হয়। অনুষ্ঠানে সেরা পরিবেশক হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের কাছ থেকে খুলনার সারাহ ট্রেডার্সের মো. শামসুজ্জামান মোটরসাইকেলের চাবি গ্রহণ করেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও সাফিয়াত সোবহানের কাছ থেকে অন্য দুই সেরা পরিবেশক মেসার্স লস্করের জোনায়েদ হোসেন ও মেসার্স আতাউর রহমান স্টোরের আতাউর রহমান পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে লটারিতে বিজয়ী ৩০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
কনভেনশন সিটির এ সম্মেলনে পরিবেশক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সম্মেলনস্থল যেন আনন্দঘন এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানস্থলে ছিল সারি সারি খাবারের দোকান। সে সুবাদে অংশগ্রহণকারীরা সকাল থেকে বিকেল পর্যন্ত বিনা মূল্যে বিভিন্ন ধরনের মজাদার খাবার গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন, চিত্রনায়ক রোশান, চিত্রনায়িকা ও টিভি অভিনেত্রী তিশা ফারুকী, টিভি অভিনেত্রী ও মডেল মিম চৌধুরী, টিভি অভিনেত্রী হুমায়রা হিমু, চিত্রনায়িকা জলী, সংগীতশিল্পী লিজা ও বিশিষ্ট টিভি অভিনেতা সিদ্দীকুর রহমান। আয়োজনে আরো ছিল বিনোদনমূলক গান, গ্রুপ ডান্স পারফরম্যান্স, কৌতুক পরিবেশনা, ডিজে শো ও র্যাফল ড্র।
SOURCE : কালের কণ্ঠবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হাজারো পরিবার
Thousands of Families Self-Reliant with Bashundhara Foundation's Interest-Free Loans
ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials at Bhola Night and Day school
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভরসার নাম বসুন্ধরা গ্রুপ
Bashundhara Group A Trusted Name for Underprivileged Meritorious Students
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
Tree Plantation Campaign Held at Rajshahi University
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা রোপণ
Tree Plantation Initiative by Bashundhara Shuvosangho in Saidpur