All news

টগি শিপিং ও বসুন্ধরা মাল্টি ট্রেডিংকে সম্মাননা দিল মোংলা বন্দর কর্তৃপক্ষ

টগি শিপিং ও বসুন্ধরা মাল্টি ট্রেডিংকে সম্মাননা দিল মোংলা বন্দর কর্তৃপক্ষ

বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক শাখা টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) ও বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডকে সম্মাননা দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন টগি শিপিং অ্যান্ড লজিস্টিকসের হেড অব শিপ অপারেশন অ্যান্ড এজেন্সি ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও যুগ্ম সচিব ড. একেএম আনিসুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

SOURCE : বণিক বার্তা

More News