All news

তারাকান্দায় মাদরাসাছাত্রদের বসুন্ধরা শুভসংঘের মাদুর উপহার

তারাকান্দায় মাদরাসাছাত্রদের বসুন্ধরা শুভসংঘের মাদুর উপহার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের বসার জন্য মাদুর উপহার দেওয়া হয়েছে।  

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এতিমখানার শিক্ষার্থীদের বসার জন্য ৬০০ বর্গফুটের মাদুর পৌঁছে দেয়।

শীতের সকালে মেঝেতে বসে পড়াশোনা করতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। শুভসংঘের এই উপহার পেয়ে মাদরাসা পড়ুয়া এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে আনন্দ অনুভূতি প্রকাশ পায়।

আল-কোরআনের পাখি রায়হান (ছদ্মনাম) নামের একজন  শিক্ষার্থী বলেন ‘মাদুর পেতে এখন আমরা আরাম করে বসে  পড়তে পারব। প্রচণ্ড ঠান্ডায় এখন সর্দি-কাশির মতো অসুখ কম হবে। ’

অত্র মাদরাসার শিক্ষক মুফতি হাবিবুর রহমান জানান, ‘শীতের মৌসুমে শিক্ষার্থীদের বসার ভালো কোনো ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও পাকা মেঝেতে বসতে হতো। শুভসংঘের সদস্যরা জানার পর তারা শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, সেজন্যে মাদরাসার ছাত্র ও শিক্ষক সবাই আনন্দিত। যাদের উদ্যোগে ছাত্রদের বসার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে এবং শুভকাজ গুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। ’ 

তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম বলেন, ‘জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলুম মাদরাসা ও এতিম খানায় শীতের মৌসুমে ছাত্রদের পাশে থাকতে পেরে আমরাও উচ্ছ্বসিত। সামাজিক ও মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘ অনেক দূর এগিয়ে যাবে। ’ 

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য রাফি তালুকদার, নিহাল, দুর্জয়, ও পিয়াস।

SOURCE : Banglanews24