All news

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুর্গাপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

নেত্রকোনার দুর্গাপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম ও দরিদ্র মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে পৌর শহরের খরশ এলাকার ফজলুল উলুম কারীমিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলম, ফাইল, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনের সদস্যরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা এস.এম রফিকুল ইসলাম রফিক, উপদেষ্টা নির্মলেন্দু সরকার বাবুল, উপদেষ্টা ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি রাজেশ গৌড়, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি আল নোমান শান্ত, মাদরাসা শিক্ষক মাওলানা জাকারিয়া হোসাইন ও শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।
মাদরাসার শিক্ষক মাওলানা জাকারিয়া হোসাইন বলেন, আমাদের মাদ্রাসার দশজন এতিম ও দশজন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বসুন্ধরা শুভসংঘ যে শিক্ষা উপকরণ দিয়েছে, তা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। প্রধান অতিথি তোবারক হোসেন খোকন জানান, বসুন্ধরা শুভসংঘ দেশের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘ সাধারণ সম্পাদক আল নোমান শান্ত বলেন, এই মাদরাসার শিক্ষার্থীরা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। তাদের শিক্ষা গ্রহণে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

SOURCE : কালের কণ্ঠ

More News