বগুড়ার সারিয়াকান্দির সহায়-সম্বলহীন অস্বচ্ছল নারীরা বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে। তারা নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারে স্বচ্ছলতা ফিরে আনতে চায়। বসুন্ধরা গ্রুপের সহায়তায় হাসি ফুটেছে তাদের মুখে। অস্বচ্ছল এসব নারীসহ গণ্যমান্য ব্যক্তিরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করেছেন। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় এমন মানবিক কর্মকাণ্ড অব্যহত থাকবে বলে জানিয়েছেন শুভসংঘের কর্মকর্তারা।
শনিবার বেলা ১১ টায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে ২০ জন দুস্থ প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুর রহমান টুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সারিয়াকান্দি উপজেলা জাপার সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ সহ স্থানীয়রা।
অনুষ্ঠান শেষে অতিথিরা সেলাই মেশিন বিতরণ করেন।
জানা গেছে, স্বামীহারা ইবেদা বেগম, শীতলা, কলেজ ছাত্রী রুহানীসহ তাদের মতো ২০ জন অসহায় নারীর হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এদের মধ্যে অধিকাংশই বিধবা নারী। গেল এক বছর তারা প্রশিক্ষণ গ্রহণ শেষে সেলাই মেশিন পেয়েছেন।
এখন স্বপ্ন দেখছেন স্বনির্ভর হওয়ার। সংসারের অভাব ঘুচিয়ে তারা সাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়াবেন।
কলেজ শিক্ষার্থী রুহানি জানান, অভাব-অনটনের সংসারে আশার আলো জ্বালিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মানবিক বসুন্ধরা গ্রুপ। তিনি সেলাই মেশিনের মাধ্যমে উপার্জন করে নিজের পড়াশোনার খরচ যোগাবে আবার পরিবারকে সহযোগিতা করতে পারবেন।
স্বামীহারা ইবেদা ও শীতলা জানান, বেঁচে থাকার অবলম্বন হলো। সন্তানকে পড়াশোনা করাসহ পরিবারের খরচ যোগাবে সেলাই মেশিন।
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানসহ কর্মকর্তাদের জন্য দোয়া করেন তারা।
সারিয়াকান্দি উপজেলা জাপার সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম ও পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন সনি বলেন, বসুন্ধরা গ্রুপ একটি মানবিক প্রতিষ্ঠান। শীতে কম্বল বিতরণ, করোনায় সহায়তা সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্য প্রতিষ্ঠানের জন্য মডেল।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, প্রবীন রাজনীতিবীদ অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। সমাজের অসহায় মানুষদের স্বনির্ভর করতে এমন প্রশংসনীয় উদ্যোগ যদি দেশের অন্য প্রতিষ্ঠান অনুসরণ করতো তবে দারিদ্র্য কমে যেতো। তিনি বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন মানবিক কর্মকাণ্ড অব্যহত থাকবে। বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা শুধু বগুড়া নয়, সারা দেশেই চলমান রয়েছে। অসহায় নারীদের স্বনির্ভর করাসহ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছে বসুন্ধরা শুভসংঘ।
SOURCE : News 24গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ