All news

বসুন্ধরা গ্রুপের সহায়তা বেঁচে থাকার অবলম্বন পেলেন ২০ নারী

বসুন্ধরা গ্রুপের সহায়তা বেঁচে থাকার অবলম্বন পেলেন ২০ নারী

অভাব-অনটনের সংসার। স্বামীর চিকিৎসা আর এক কন্যা সন্তানের ভরণ-পোষণের দায় পড়েছে ফরিদা বেগমের (১৮) ওপর। সে ভরণ-পোষণ জোটাতে নিজেও হয়েছেন রোগাক্রান্তে। আয় রোজগারের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। এ অবস্থায় বসুন্ধরা গ্রুপ খুলে দিয়েছে তার কর্মসংস্থানের পথ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাস সেলাই প্রশিক্ষণের পর তাকে প্রদান করা হয়েছে সেলাই মেশিন। গতকাল নীলফামারীর জলঢাকার আলহাজ মোবারক হোসেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২০ জন অসহায় নারীর কর্মসংস্থান সৃষ্টিতে প্রদান করা হয়েছে একটি করে সেলাই মেশিন।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন