প্রতিষ্ঠানটির ৬৯ লাখ টাকার অনুদানে ভর করে সরকারি ব্যবস্থাপনায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।
রাঙামাটি সদর হাসপাতালে বৃহস্পতিবার ল্যাবটি উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেলার করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, ল্যাবটি পরিচালনা করার জন্য একজন ভাইরোলজিস্ট এবং তিনজন মেডিক্যাল ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আউটসোর্সিং প্রকল্পের মাধ্যমে স্বল্প মেয়াদী কিছু লোকবল নিয়োগ দেওয়া হবে।
ল্যাব উদ্বোধন হলেও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও কয়েকদিন লাগতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিল জেলাবাসীর। কারণ এ অঞ্চলটি থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়ে নমুনা পরীক্ষা করিয়ে আনা বেশ কষ্টসাধ্য ছিল।
SOURCE : bdnews24বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের