All news

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চরফ্যাশনে সেলাই মেশিন বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চরফ্যাশনে সেলাই মেশিন বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলার চরফ্যাশন উপজেলায় সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪নভেম্বর) সকাল ১০টায় অফিসার্স ক্লাবে ১৫ জন অস্বচ্ছল নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

চরফ্যাশন উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদারের সঞ্চালনায় চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এম আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল মিয়া, সাবেক কাউন্সিলর ও  যুবনেতা জাহিদুল ইসলাম রাসেল, বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা ও চরফ্যাশন মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেসক্লাব সাধারন সম্পাদক কামাল গোলদার, বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা কমিটির সভাপতি মো. শাফায়াত হোসেন।

শুভসংঘ পরিচালক জাকারিয়া জামানের সার্বিক তত্বাবধনে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, সাংবাদিক আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই সময় উপস্থিত ছিলেন।

বক্ততারা বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগের ব্যাপক প্রশংসা করে বলেন, বসুন্ধরা শুভসংঘ স্থানীয় কমিটির মাধ্যমে একেবারের প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। এর আগে রমজানে ইফতারি, মাদক নির্মূলে স্কুল কলেজে সভা-সেমিনার, দুস্থ এবং প্রতিবন্ধীদের কলেজে ভর্তি হতে নগদ অর্থ প্রদান, অস্বচ্ছল নারীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়া বিশাল বড় মনের পরিচয় দিয়েছেন।

প্রশিক্ষানার্থী নাহিদা বলেন, বসুন্ধরা শুভসংঘ আমাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে মেশিন দিয়েছে। অস্বচ্ছলতা থেকে স্বচ্ছলতায় ফিরতে সাহায্য করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ অভিনন্দন ও প্রাণভরে দোয়া করছি। শারমিন বেগম বলেন, এখন থেকে আমি সেলাই মেশিনে কাজ করে পরিবারের জন্য বাড়তি আয় করতে পারব। এতে পরিবার-পরিজন নিয়ে ভাল থাকব। বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানাই।

SOURCE : News 24