তৃণমূলে সহজে ও বিনামূল্যে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা পৌঁছে দিতে গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) মাগুরার বেলনগর গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজি ও চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতাল প্রকল্পের সমন্বয়ক আশিকুর রহমান, বিডি ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভন, রোটারিয়ান আসমা রহমান তানিয়া, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ।
বেলনগর গ্রামের সেবাগ্রহিতা রুমা খাতুন নামে একজন প্রসূতি বলেন, ঢাকা থেকে ডাক্তার এসে আমাদের ফ্রি মেডিকেল চিকিৎসা ও ওষুধ দিয়েছে। এতে আমরা খুশি। কারণ অর্থিক অসুবিধার কারণে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব নয়। গ্রামের ৩ শতাধিক রোগীকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামের অসহায় মানুষ উপকৃত হয়েছেন।
SOURCE : Daily Sunমাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের
Bashundhara Group’s Units Recognised as Highest Revenue Contributors to Mongla Port
হোমনায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ