দেশের শীর্ষ শিল্পগ্রুপ, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে ১০ হাজার ২০০ মাদ্রাসা শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে রান্না করা খাবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। আগের দিন রাত থেকে হাটহাজারী বড় মাদ্রাসার কিচেনে শুরু হয় রান্নার আয়োজন। পাশাপাশি আগ্রাবাদের একটি আধুনিক কনভেনশন সেন্টারে চলে রান্নার কাজ। রাত জেগে রান্নার কাজ তদারক করেন বসুন্ধরা গ্রুপের ঊধ্বর্তন কর্মকর্তারা।
আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আবু সাঈদ বলেন, মেহমানদারি করা সওয়াবের কাজ। মাদ্রাসা শিক্ষার্থীদের মেহমানদারি আরও বড় পুণ্যের কাজ।
নবীজী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের ওপর ইমান রাখে সে যেন মেহমানদারি করে’। অন্য হাদিসে নবীজী (সা.) বলেন, ‘তোমরা বেশি বেশি মানুষকে খাওয়াও’।
বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীকে খাওয়ানোর মতো ভালো কাজ করছেন এটা প্রশংসার দাবি রাখে। উনার জন্য আমরা গতকাল জামাতে জামাতে মসজিদে দোয়া করেছি। প্রতিটি শ্রেণিকক্ষে দোয়া হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ উনার ব্যবসা বাণিজ্যে যেন বরকত দান করেন। উনার পরিবার, ব্যবসা বাণিজ্য যেন আল্লাহপাক হেফাজত করেন। তিনি যেন দীনের জন্য বেশি বেশি খেদমত করতে পারেন এ দোয়া করি।
এব্যাপারে বসুন্ধরা গ্রুপের এজিএম (কো অর্ডিনেশন) মো. জহিরুল হক বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর স্যারের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা শিক্ষার্থী, এতিম, দুস্থ ও অসহায় মানুষকে আপ্যায়ন করানো হচ্ছে। চট্টগ্রামে হাটহাজারী বড় মাদ্রাসার আট হাজার এবং শুলকবহরের আল জামেয়াতুল মাদানিয়া মাদ্রাসার ২ হাজার ২০০ শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
তিনি জানান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যার এতিম শিশুদের জন্য ঢাকায় প্রতি শুক্রবার নিয়মিত উন্নত খাবার পাঠিয়ে থাকেন। স্যার যখন চিটাগং স্টক এক্সচেঞ্জের সঙ্গে এবিজি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে এসেছিলেন তখনো বিভিন্ন মাদ্রাসা, হেফজখানার শিক্ষার্থীকে উন্নতমানের খাবার বিতরণ করেছিলেন। গতবছরও স্যারের জন্মদিনে বিভিন্ন মাদ্রাসার ২০ হাজার শিক্ষার্থীকে উন্নত খাবার দিয়েছিলেন।
SOURCE : চাটগাঁর সংবাদবসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের