দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শুভসংঘের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে শুভসংঘের আয়োজনে কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা মধ্যপাড়া ঈদগা ময়দানে ২০০ জন অসহায়-দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বসুন্ধরার উপহার নতুন কম্বল উপহার পেয়ে খুশি তারা।
কুষ্টিয়া জেলায় ৬ দিনব্যাপী এ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের প্রদত্ত কম্বল ৭ হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে।
এরআগে আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে ৭০০ অসহায়-দরিদ্র মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার।
এ ছাড়াও একইদিন সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় অবস্থিত জামিআ আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার ৪০০ শিক্ষার্থীদের হাতে ৪০০টি কম্বল ও দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে ৬০০ জন অসহায়-দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের প্রতিনিধি রাজু আহমেদ, শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী খাতুন, যুগ্ম সম্পাদক সুমাইয়া ইসলাম, কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবর রহমান পাখি, বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আজিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগের নেতা শাজাহান আলী প্রমুখ।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র দেওয়া হচ্ছে।
জেলায় ৭ হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপ প্রতিবছর শীতের সময় এই কার্যক্রম চালিয়ে আসছেন। আগামীতেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।
উপস্থিত বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে।
এই শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, তা আগামীতেও অব্যাহত রাখুন। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।
কনকনে ঠাণ্ডায় কুষ্টিয়ার অসহায় হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে খুশি হয়ে তারা বলেন, আমরা গরীব মানুষ। অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি।
শীতে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুব খুশি লাগছে। আমরা মহাখুশি।
SOURCE : কালের কণ্ঠকুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Kushtia
শাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho