বেদেনা আক্তার। জীবনের নানা জটিলতায় শ্রবণ এবং বাকপ্রতিবন্ধী বেদেনার সব আশা যখন নিভে যাচ্ছিল তখন তিনি লোকমুখে কালের কণ্ঠ শুভসংঘ থেকে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণের খবর পান। শুভসংঘ থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে বিনামূল্যে সেলাই মেশিন পেয়েছেন তিনি। এ মেশিন দিয়ে নিজে আয় করতে পারবেন এ স্বপ্নে এখন আনন্দে আত্মহারা। তার মতো আরেকজন মুক্তি আক্তার। সংসার খরচ চালানোর জন্য তিনি ঢাকায় গিয়ে গার্মেন্টে কাজ করার সিদ্ধান্ত নেন। তখন জানতে পারেন শুভসংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের কথা। তিনি ভর্তি হন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে প্রশিক্ষণ শেষ করে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কাজ করে অর্থ উপার্জন করে সংসার চালাতে চান মুক্তি। দুজনই সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করেন। গতকাল সারিয়াকান্দি উপজেলার পারতিত পরল গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে বেদেনা আক্তার ও মুক্তি আক্তারসহ কয়েকজন নারী এ দোয়া মোনাজাত করেন। প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। সুজিত সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রাজেশ কুমার, মতিউর রহমান মতি, আবদুল কাফি, জাকারিয়া জামান প্রমুখ।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ
Bashundhara Shuvosangho's Initiative Involves Distributing Food to the Needy
বসুন্ধরা গ্রুপের দুই কোম্পানিকে সম্মাননা মোংলা বন্দর কর্তৃপক্ষের