শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার অডিটোরিয়ামে ‘বীর সিমেন্টের’ লোগো উন্মোচন এবং আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
‘বীর সিমেন্ট’ কর্তৃপক্ষ প্রতাশ্যা করেছে, বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপনের প্রাক্কালে এ ব্র্যান্ড বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হিসেবে এক নতুন ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রাযাত্রায় দেশের সবচেয়ে বড়শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রুপ’ সর্বদা সম্পৃক্ত ছিল এবং বেসরকারি উদ্যোগে ১৯৯৬ সালে প্রথম সিমেন্ট ইন্ডাস্ট্রির সূচনা করেছে। এরই ধারাবাহিকতার ২০১২ সালের ১২ নভেম্বর যাত্রা শুরু করে বসুন্ধরা সিমেন্ট।
তিনি আরও বলেন, বীরের দেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের জন্য টেকসই এক অবকাঠামো গড়তে বসুন্ধরা গ্রুপের নতুন সংযোজন ‘বীর সিমেন্ট, আমি বীর সিমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম।
এ সময় সিমেন্ট সেক্টরের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) খন্দকার কিংশুক হোসেন বলেন, আজ আমাদের জন্য এক বিশেষ দিন, একটি শুভ দিন। কারণ এ দিনে আমরা দেশের বাজারে নতুন একটি ব্র্যান্ডের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা সবার পরিশ্রমের মধ্যে দিয়ে এ ব্র্যান্ডটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের গভমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিওও মো. তারিকুল ইসলাম চৌধুরী, ফাইন্যান্স হেড নূরে-আলাম-ছিদ্দিকি, হেড অব ব্যাংকিং শেখ মো. রাজিব সামাদ, হেড অব একাউন্টস পিজিরুল আলম খাঁন, জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, ব্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এ জি এম মো. সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ