All news

ভাটিয়ারীতে বর্ণিল বসুন্ধরা গলফ

চট্টগ্রামে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট ২০২৩-এ প্রাণের মেলা

চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ক্লাবে গতকাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে বসুন্ধরা গলফ টুর্নামেন্ট। ২১৫ জন গলফার অংশ নিয়েছেন দুই দিনের এই আসরে। লেডিস, সিনিয়র, জুনিয়রসহ ৫ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মোট ২০ জন। তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

টুর্নামেন্টটি হয়েছে এবিজি বসুন্ধরার ই-ওয়ালেট ব্র্যান্ড ‘পকেট’-এর পৃষ্ঠপোষকতায়। আসরের উইনার হয়েছেন কর্নেল মুহাম্মদ এনামুল ইসলাম, বেস্ট গ্রস মাহারুশ উদ্দীন, রানার আপ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আবু ফয়সাল তুষার, সেকেন্ড বেস্ট গ্রস প্রকৌশলী এ এম মুজাহিদ, সেকেন্ড রানার আপ কফিল উদ্দিন ইউসুফ। এ ছাড়া লেডিস উইনার মিস মাহিবা মহসিন উদ্দীন, সিনিয়র উইনার জে কে কং এবং জুনিয়র উইনার মাস্টার মোহতাসিম ইসলাম।

SOURCE : কালের কণ্ঠ

More News