বেশ কয়েক দিন থেকেরংপুরসহ সারা দেশে তীব্রশীত বয়ে যাচ্ছে। এইশীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবিজিবসুন্ধরা।
সোমবার দুপুরে এবিজি বসুন্ধরার পক্ষ থেকে রংপুরেরতিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দুই হাজার শীর্তাতমানুষকে কম্বল দেওয়া হয়। রাজবল্বভ উচ্চবিদ্যালয়মাঠে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এসব কম্বল বিতরণকরা হয়।
রাজবল্বভ বালাটারি এলাকার হোসেন আলী, মেছের আলী, জয়দেব এলাকার জিন্না বেগম, নুরনাহার কম্বল পেয়ে তাদের অভিব্যক্তিব্যক্ত করে বলেন, ‘তীব্রশীতও কনকনে ঠান্ডায় যখন কাহিল এইসময়ে এই কম্বল আমাদেরখুব উপকার করল। এই শীতেকম্বল গায়ে দিয়ে একটুআরামে ঘুমাতে পারব।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে ভালো কাজকরে আসছে। শীতে কম্বল দিয়েঅসহায় মানুষকে সহযোগিতা করছে। এই ভালো উদ্যোগেরকারণে দরিদ্ররা উপকৃত হচ্ছেন। ভালো কাজের উদ্যোগঅব্যাহত রাখলে দেশের মানুষ আরও বেশি উপকৃতহবেন।’
এতে বিশেষ অতিথি হিসেবে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুরহাসান রুমি, গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী এবং বসুন্ধরাগ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা এমন মহতী উদ্যোগেরজন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘কনকনেঠান্ডা আর ঘন কুয়াশায়অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বলপেয়ে খুশি হয়েছেন। শীতার্তদেরপাশে দাঁড়িয়ে তারা মহৎ কাজটিকরেছেন। এই উদ্যোগকে আমরাসাধুবাদ জানাই।’
SOURCE : আলোচিত বাংলাদেশবসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ
বোয়ালখালীতে ২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন
Bashundhara Shuvosangho Empowers 20 Underprivileged Women in Boalkhali with Sewing Machines
বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন মাদারীপুরের ২০ নারী
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেলেন অসহায় ৩০ জন মানুষ
মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Bashundhara Foundation Organises Daylong Free Medical Camp in Magura
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব
Bashundhara Shuvosangho's Pitha Utsav for Disadvantaged Children
দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণ