বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র রমজান মাস জুড়ে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ কার্যক্রম চলছে। প্রতিদিন তিন হাজারের বেশি রোজাদারের উপস্থিতিতে এই আয়োজন সুশৃঙ্খলভাবে চলমান রেখেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।
গতকাল সোমবার বায়তুল মোকাররমে রোজাদারদের উৎসবমুখর অংশগ্রহণ দেখা গেছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে মাসব্যাপী এই ইফতারি বিতরণ করা হচ্ছে।
মুসল্লি কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, ‘২১তম রোজায়ও আমরা সুশৃঙ্খলভাবে মুসল্লিদের ইফতার করাতে পারলাম। এ বছর তৃতীয়বারের মতো বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এখানে ইফতারি বিতরণ করা হচ্ছে। প্রতিদিন তিন হাজার রোজাদারকে ইফতার করানো হচ্ছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর প্রতিনিয়ত ইসলামের খেদমত করে যাচ্ছেন।
আমরা পাশে থাকার চেষ্টা করছি।’
মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বলেন, ‘এখানে রোজাদারদের ইফতারে যেন কোনো সমস্যা না হয় সে জন্য সায়েম সোবহান আনভীর সুন্দর ব্যবস্থাপনা করেছেন। সব শ্রেণির মানুষ বসুন্ধরার ইফতার আয়োজনে উত্ফুল্লভাবে অংশ নিচ্ছে।’
দেখা যায়, আসরের নামাজের পর থেকেই সারিবদ্ধভাবে মসজিদের বারান্দায় বসে পড়েন উপস্থিত মুসল্লিদের বেশির ভাগ।
ইফতারের আগেই বারান্দা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রিকশাচালক থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ভবঘুরে, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বারান্দায় ইফতারের জন্য সারিবদ্ধভাবে বসে পড়েন।
প্রতিদিন ইফতারের আগমুহূর্তে উপস্থিত রোজাদাররা দোয়া ও মোনাজাতে বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করেন। এ সময় ব্যাবসায়িক উন্নতির ধারা অব্যাহত রাখতে এবং মানবতার জন্য কাজ করে যাওয়ার তাওফিক চাওয়া হয়। সাব্বির রহমান নামের এক হকার কালের কণ্ঠকে বলেন, ‘চার্জার লাইটসহ ছোটখাটো জিনিস বিক্রির দোকান আছে আমার।
ইফতারের আগে দোকান বন্ধ করে এখানে চলে আসি। হাজার হাজার রোজাদারের সঙ্গে ইফতার করতে ভালো লাগে।’
SOURCE : কালের কণ্ঠশাজাহানপুরে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Shajahanpur
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distribute Blankets in Feni
গাইবান্ধায় বৃদ্ধাশ্রমের অসহায়রা পেলেন বসুন্ধরা শুভসংঘের কম্বল
Helpless People of the Old Age in Gaibandha Receive Blankets from Bashundhara Shuvosangho
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান
Financial Grants to Meritorious Students Under the Initiative of Bashundhara Shuvosangho
শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা দিল বসুন্ধরা
Bashundhara Group Announces Tk 1cr Aid for Slain Journalists’ Families