নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের ২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহাম্মদ। বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নাছিম রেজা শাহ্'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শফিকুল আলম, কালের কণ্ঠ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু। এসময় প্রধান অতিথি নুর মোহাম্মদ বলেন, 'বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ায় এবং নানা ধরনের সহায়তা প্রদান করে থাকে। মানবিক কাজে তাদের কর্মসূচি প্রশংসনীয়। শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড।' এ ধরনের কর্মসূচি সমাজের অসহায় দুঃস্থ পরিবারের সন্তানদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আমির হোসেন, মাসুদ পারভেজ, মো. রুবেল, নাজমুল, রাকিব প্রমুখ। বিতরণ করা শিক্ষা উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে খাতা, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার প্রভৃতি।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials at Bhola Night and Day school
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভরসার নাম বসুন্ধরা গ্রুপ
Bashundhara Group A Trusted Name for Underprivileged Meritorious Students
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
Tree Plantation Campaign Held at Rajshahi University
সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা রোপণ
Tree Plantation Initiative by Bashundhara Shuvosangho in Saidpur
উপকূলের অসহায় নারীদের পাশে বসুন্ধরা গ্রুপ
Bashundhara Group Stands by Vulnerable Women on the Coast