বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, দেশের অধিকাংশ বড় প্রকল্পগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট।
তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। এবার ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু তৈরি হবে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট দিয়ে। আশা করি, বাংলাদেশের উন্নয়নে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট একটি মাইলফলক হয়ে থাকবে।’
সম্প্রতি সেতু নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সেভেনটিন্থ বুর্যো গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের একটি চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এসব কথা বলেন।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও চায়না রেলওয়ে সেভেনটিন্থ বুর্যো গ্রুপ কোম্পানি লিমিটেডের টিম লিডার জো ইওগু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
পিরোজপুরের চরখালী ফেরিঘাটে কচা নদীর ওপর নির্মিত হচ্ছে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এই সেতু তৈরিতে ব্যবহার হবে কিং ব্র্যান্ড সিমেন্ট।
এ বিষয়ে আহমেদ আকবর সোবহান বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম সিমেন্ট কারখানা। রূপসা সেতু থেকে শুরু করে আরও অনেক উন্নয়নে কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার হয়েছে। আশা করি, দেশের সব উন্নয়নেই আমাদের সিমেন্ট ব্যবহার করা হবে। ’
‘ঢাকা ও মোংলায় আমাদের সিমেন্ট কারখানা রয়েছে। চট্টগ্রামেও আমরা আরেকটি বড় ফ্যাক্টরি করতে যাচ্ছি। ’
চুক্তির বিষয়ে চায়না রেলওয়ে সেভেনটিন্থ বুর্যো গ্রুপ কোম্পানি লিমিটেডের টিম লিডার জো ইওগু বলেন, ‘কিং ব্র্যান্ড সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা উন্নত প্রযুক্তি ও কাঁচামাল দিয়ে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে কিং ব্র্যান্ড সিমেন্টের মতো গুণগত মানসম্পন্ন পণ্য সেতুকে আরও মজবুত করবে বলে আমরা বিশ্বাস করি। ’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, ডিএমডি প্রকৌশলী একেএম মাহবুব-উজ-জামান, মেজর জেনারেল মাহাবুব হায়দার, চায়না রেলওয়ে সেভেনটিন্থ বুর্যো গ্রুপ কোম্পানি লিমিটেডের চিফ অ্যকাউন্ট্যান্ট সিং জিহং, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তৈয়ব, সিএফও মো. তোফায়েল হোসেন, সিএমও খন্দকার কিংশুক হোসেন প্রমুখ।
দেশের বেসরকারিখাতে সর্বপ্রথম কিং ব্র্যান্ড সিমেন্ট বাজারজাত করা হয়। গেল ২৫ বছর ধরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যবহৃত হচ্ছে এ সিমেন্ট। ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু তৈরিতে এই সিমেন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার আগে গুণগত মান যাচাই করা হয়।
চায়না সেন্ট্রাল ল্যাব থেকে সর্বোচ্চ গুণগত মান অর্জন করলে কিং ব্র্যান্ড সিমেন্টকে এই প্রকল্পে অংশীদার করে নির্মাতা প্রতিষ্ঠান। এই সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৪৯ কিলোমিটার। এ প্রকল্পে প্রায় ৫০ হাজার মেট্রিক টন সিমেন্ট ব্যবহৃত হবে। ৭ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুতেও বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়েছিল।
SOURCE : News 24গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ