‘রমজানের প্রথম দিনেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এমন খাদ্য উপহার পাওয়া আমাদের জন্য খুবই আনন্দের। আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তার এবং তার পরিবারের সবাইকে ভালো রাখুন।’ পবিত্র রমজানের প্রথম দিনেই মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের গলগন্ডা এলাকার মাদরাসাতুর রাহমান আল ইসলামিয়ার মুহতামিম মুফতি আল আমীন হুদা। আজ রোববার (২ মার্চ) সকাল ১১টার দিকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ওই মাদরাসায় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। মুফতি আল আমীন হুদা বলেন, মাদরাসাটি প্রায় ২ বছর হলো শুরু হয়েছে। এখানে ৫০/৬০ জনের মতো শিক্ষার্থী আছে। এদের প্রায় সকলেই দরিদ্র।
রমজানে শিক্ষার্থীদের খাবারের বিষয়টি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল। বসুন্ধরার এ খাদ্য উপহার অনেকটা স্বস্তি এনে দিয়েছে। তারা সকলেই খাদ্য উপহার পেয়ে খুব খুশি। অনুষ্ঠানে সার্বিকভাবে সহায়তায় ছিল বসুন্ধরা শুভসংঘের ময়মনসিংহের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা নিয়ামুল কবীর সজল, কাউসার আহমেদ, আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহসভাপতি জিহাদ হাসান, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক টিটু, সদস্য সৌরভ আচার্য।
SOURCE : News 24ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Gives Food Assistance to Underprivileged Madrasha Students
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Items in Monohardi of Narsingdi