করোনাভাইরাসের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে তিনি বলেন, সমাজের সবস্তরের মানুষ এই প্যাকেজের আওতায় এসেছে।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তারপর ঘোষিত প্রণোদনা প্যাকেজ সম্পর্কে সায়েম সোবহান আনভীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তা বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রপ্রধানের নেওয়া ব্যবস্থার চেয়ে উন্নত। এই প্যাকেজের ফলে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আওয়ামী লীগ সরকারের স্লোগান- কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে।
বসুন্ধরা গ্রুপের এমডি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বগুণে বাংলাদেশ আবারও আর্থ-সামাজিক উন্নয়নের ধারায় ফিরতে সক্ষম হবে। এই কঠিন সময়ে ব্যবসা খাতে যে বাস্তবভিত্তিক ও আকর্ষণীয় প্রণোদনা ঘোষণা করা হয়েছে, তা ভূয়সী প্রশংসা পাওয়ার দাবিদার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবতার মা, সে কথা তিনি আবারও প্রমাণ করলেন। বিশ্বের যেসব নেতা এই স্থবির পরিস্থিতির মধ্যেও নিজেদের নাগরিকদের পাশে দাঁড়াতে গড়িমসি করছেন, তাদের উচিত শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা।’
SOURCE : দেশ রূপান্তরগোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ