All news

ফায়ার সার্ভিসের ৩ সদস্যের পরিবারকে এবিজি চেয়ারম্যানের সহায়তা

ফায়ার সার্ভিসের ৩ সদস্যের পরিবারকে এবিজি চেয়ারম্যানের সহায়তা

গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে শহীদ ফায়ার সার্ভিসের ৩ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। 

এ সময় আনভীর বসুন্ধরা গ্রুপের মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লে. কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তারা এই মানবিক উদ্যোগের জন্য সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট ভয়াবহ অগ্নিকাণ্ডে শহীদ হন ফায়ার ফাইটার শহীদ মোহাম্মদ নুরুল হুদা, ফায়ার ফাইটার শহীদ শামীম আহমেদ এবং ওয়্যারহাউস ইন্সপেক্টর শহীদ খন্দকার জান্নাতুল নাঈম।

SOURCE : কালের কণ্ঠ