নেই কোনো সুদ, সার্ভিস চার্জ, নেওয়া হচ্ছে না জামানতও। তবুও প্রায় দুই দশক ধরে দেশের শীর্ষ শিল্পোগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাইন্ডেশন দিয়ে যাচ্ছে ঋণ। আর এই সহজ শর্তের ঋণ পেয়ে জীবন বদলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর, নবীনগরসহ কুমিল্লার হোমনার প্রায় ২৮ হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের। এরই ধারাবাহিকতায় বাঞ্চারামপুরে বুধবার (২২ জানুয়ারি) ৪৪৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে দেওয়া হলো ৮০ লাখ টাকা।
বাঞ্চারামপুরের ৪৪৩ জন নারী উদ্যোক্তা, যাদের ওপর নির্ভর করছে ৪৪৩টি পরিবার। এদের প্রত্যেকেই স্বপ্ন দেখছেন নিজেদের ভবিষ্যৎ নিয়ে। তবে আর্থিক অস্বচ্ছলতা সেই স্বপ্নকে ঝাপসা করে দিচ্ছিল। তখন সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে বসুন্ধরা ফাউন্ডেশন। দেশের শীর্ষ শিল্পোগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের দেওয়া হচ্ছে ৮০ লাখ টাকা ঋণ সহায়তা।
এখানকার অনেক দরিদ্র নারী উদ্যোক্তাই এর আগে বিভিন্ন মাধ্যমে চড়া সুদে ঋণের ফাঁদে পড়ে হয়েছেন নিঃস্ব। আর সেখানে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ-সার্ভিসচার্জমুক্ত এই ঋণ সহায়তায় জীবন পাল্টে গেছে তাদের।
২০০৫ সাল থেকে পরিচালিত সুদমুক্ত জামানতবিহীন এই ঋণ প্রকল্পের জন্য শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরই নয়, নবীনগর ও কুমিল্লার হোমনারও হাজার হাজার পরিবার হয়েছে স্বাবলম্বী।
সুদ-সার্ভিসচার্জমুক্ত ও জামানতবিহীন এ ধরনের ঋণ দিয়ে বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে বসুন্ধরা গ্রুপ। ঋণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও এম নাসিমুল হাই।
স্থানীয়রা বলছেন, শুধু ঋণই নয়, শিক্ষাবৃত্তিসহ, সামাজিক কর্মকাণ্ডে অনুদান, প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসা সেবাসহ বহুমুখী সহায়তা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ।
SOURCE : News 24গোবিন্দগঞ্জে বসুন্ধরা শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar in Gobindaganj
অসচ্ছল নারীদের স্বপ্নপূরণে বসুন্ধরা গ্রুপ
ইব্রাহিমপুরে বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organizes Month-Long Iftar in Ibrahimpur
পাবিপ্রবির কর্মচারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Among Pabiprabi Employees
সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন
Bashundhara Shuvosangho Organised an Iftar Programme for Underprivileged People
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ